গোলাপের সখ ছিল ,তবে লাগালে কি ফোটে!
গরিবের কপালে কি সুখে থাকা জোটে ।
তাই গল্পের হাত ধরে নেমে আসি পথে -
সারারাত দিশাহারা কাটা ঘুড়ির সাথে ।
কখনো ভাবামুখ ,কখনো কৌতূহলী,
স্তম্ভিত দেহময় নিস্তব্ধ অন্ধকার গলির -
কখনো উঠি ফুটপাতে কুত্তার পাশে-
আবার কখনো ডাস্টবিনে খোরাকের খোঁজে।
খালি পেটে খুলেফেলি বিভাবের খাতাটা
পুথিগুলো ভিজে যায় জলের ওই ফোঁটাটায়।
হাহাকার চোখে ঢেলে রাখি নেশা,
নতুবা এই গোলক দ্বয় চিন্তায় ঠাসা।
গভীর অন্ধকারে তারা দের পরিবারে -
নিজেকে সামিল করি বাঁচবার সখ করে !
কিন্তু ঘড়ির কাঁটার সাথে দেখিনু উল্কাপাতে
জীবনের অবসর ঘনিয়েছে কালো মেঘে।


শেষে, তারা গুলো ডুবে যায় মেঘের গভীরতায়-
নিজেকে আবার হারাই দিগন্তের কুয়াশায়।