কত মন্দিরে মাথা ঠুকি,
শুনি মসজিদে অাজান -
শেষে গুরুমুখী বিদ্যায় শিখি
মানুষ ভগবান।


পুষ্প ডালি,দীপ আলো, ধূপের ধোঁয়ায়
সুসজ্জিত করে তুলি নিবেদনের মালা,
কত মনোবাসনায় সাজাই তবু
মেটেকি সেই জ্বালা?


আমারা বিকারযুক্ত হয়ে করি
সেই নির্বিকারের ধ্যান,
সকল মুনিঋষিরাই বলে গেছেন
মানুষ ভগবান।


হে প্রভু!
আমার চঞ্চল মনের দুয়ার খুলে
বহাও অসীম প্রেমের হাওয়া,
অাপন করে নাও মোরে
সেই হবে পরম পাওয়া।


ধন্য করো জীবন আমার
পুরাও মনস্কাম -
গুরুমুখী বিদ্যায় শিখেছি
মানুষ ভগবান।