মুক্ত আকাশ আমায় ডাকে ,ডাকে মুক্ত বাতাস।
খোলা মাঠ আমায় ডাকে, ডাকে কচি ঘাস।
আমায় ডাকে ঝর্ণাধারা, তুষার ঢাকা পাহাড়।
আমায় ডাকে বন ময়ূরী, রঙিন ফুলের বাহার।
আরো ডাকে পাখ-পাখালি, জোনাকিদের  আলো।
আমায় ডাকে মেঠো পথ, রাতের আঁধার কালো।
আমায় ডাকে বাশের বাঁশি, একতারার ঐ সুর।
আমায় ডাকে মন্দ-ভালো, কিংবা নিকট-দূর।
ডাকে আমায় মহাশ্মশান, হিজল গাছের সারি।
আরো ডাকে সন্ধ্যাবেলায়, মেঠো পথের গাড়ি।
ডাকে আমায় নদী-নালা, ডাকে মৃদু বাতাস।
ডাকে পাখির কল-কাকলি, ডাকে বিলের হাঁস।
ডাকে আমায় চাঁদের আলো, নক্ষত্র রাশি রাশি।
ডাকে আমায় ঘাটের মাঝি, ডাকে মাঠের চাষী।
ডাকে আমায় সোঁধা  গন্ধ, ডাকে মেঠো গান।
বাংলা আমার অন্তরেতে,বাংলা আমার প্রাণ।
বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার বাস।
আমি বাংলার ক্ষুদ্র কনা, বাংলা আমার শ্বাস।