ওগো নীল আকাশের বাঁধন ছাড়া পাখি
সবটুকু সুখ একাই নিলি রাখলি না কিছু বাকি।
শূন্যে তোর আনাগোনা বন্ধু নীল আকাশ
মেঘের সাথে লুকোচুরি সাক্ষী আকাশ বাতাস ।
ওগো নীল আকাশের পাখি ধন্য জীবন তোর
মধুর সুরে গান গেয়ে যাস আসলে নতুন ভোর।
আমি মানুষ বন্দি আছি ছোট্টো খাঁচার পরে
জানিস পাখি তোর সাথে উড়তে  ইচ্ছা করে।
কখনও তুই মাটি ছেরে শূন্যে বিরাজ করে
হারিয়ে যাস মেঘের বুকে দূর দিগন্ত পরে।
বলনা আমার বন্ধু হবি ধরবি আমার হাত
একই সাথে কাটিয়ে দেব দিনের পরে রাত।
দেখছি তোকে আকাশ পানে মিলতে দুটি ডানা
হিংসা হয় তোকে দেখে উরতে আমার মানা।
ছোট্টো আমার জগৎখানি তোরটা অনেক বড়
বন্ধু যদি ভাবো আমায় হাতটি আমার ধর।
তার পরেতে গা ভাসিয়ে মেঘের খেয়া পরে
উড়তে উড়তে  যাব চলে তোর ছোট্টো ঘরে। ।