আসলো আবার কুড়ি সাল আসলো মহামারী
রাজা, প্রজা, মন্ত্রী, উজির সবাই বসে বাড়ি।
করোনারি করুণায় ঘুম গিয়েছে ছুটে
প্রশাসনের মাথা নষ্ট বিরোধীতার জটে।
চলছে টানা লকডাউন বাঁচার আশা নিয়ে
তবুও যেন বাঁধ মানেনা শক্তি গেছে ক্ষয়ে।
বন্ধ আছে দোকান- বাজার, বন্ধ রেলগাড়ি
উড়ছে না আর উড়োজাহাজ শূন্যে দিয়ে পাড়ি।
বন্ধ সবার রুজি- রুটি, বন্ধ চলাচল
শান্ত আজ বায়ুমণ্ডল, শান্ত নদীর জল।
শুনশান সব রাস্তা-ঘাট, বন্ধ কল-কারখানা
একের বেশি লোকজমতে প্রশাসনের মানা।
কলকাতারই আকাশেতে বেড়ায় উড়ে চিল
গ্রাম শহর ফাঁকা সবই কি অদ্ভুত মিল।
জাতির ভাগ্যে মেঘ জমেছে সূর্য পড়েছে ঢাকা
সবমিলিয়ে সভ্যতার থমকে গেছে চাকা।
প্রলয় দেখো আসছে ধেয়ে আমরা নিরুপায়
লকডাউন মানা ছাড়া বাঁচার নেই উপায়।
মরন দ্বারে দাঁড়িয়ে আছি মিথ্যা নয় রটনা
জানি আমরা জানি সবাই নিজামুদ্দিন এর ঘটনা।
লকডাউন ভেঙে যারা ভাবছো নিজে শক্ত
দেশ-সমাজের শত্রু তোমরা, তোমরা অভিশপ্ত।
নিজের কবর কেউ খুঁড়ো না ঘরে বসে থাকো
সকাল সন্ধা মনেপ্রাণে ভগবানকে ডাকো।
রক্ষা করো বিশ্বস্রষ্টা দাও আমাদের শক্তি
আসবে কবে নতুন ভোর পাবো সবাই মুক্তি।