আমার দাদু বড়ই ভালো নেই কোনো বদনাম
মাঝে মাঝে করে শুধু একটু নেশা-ভাঙ।
দাদু আমার বড়ই কৃপণ বলব কি আর হায়
পায়ে হেটে শ্বশুরবাড়ি বাংলাদেশে যায়।
অতিশয় কৃপণ বুড়ো গরিব সে নয়
বুড়ো বয়সে করবে বিয়ে মনে ভাবে তাই।
শুনে দাদুর আজব কথা হাসি পায় মনে
চোখে না হয় কম দেখে সে কম শোনে কানে।
গায়ের চামড়া ঢিলে হয়েছে একটিও দাঁত নাই
এই বাজারে দাদুর মতো পাত্র পাওয়া দায়।
বেশি কিছু লাগবে না ভাই সস্তায় সব হবে
সাইকেল, ঘড়ি ,আংটি সহ কিছু টাকা দেবে।
ছেলেপুলে তার খুবই ভালো মন্দ নয় কেউ
গোটা তিনেক ঘর আছে আর গোটা নয়েক বউ।
চিন্তা নেই,চিন্তা নেই পাত্র দাদু বেশ
দাদুকে কেউ করলে বিয়ে দু:খের নেই শেষ।