সরি, আমাকে ক্ষমা করে দিও
ভালো থেকো এই বার্তা নিও।
পরাজিত যোদ্ধা আমি বিকিয়েছি মান
জীবন আজ রুদ্ধশ্বাস ওষ্ঠাগত প্রান।
আঘাতের মালা গাঁথি শৃঙ্খলিত করে
অপমানের সুতায় গেঁথে নিয়েছি পরে।
ভালোবেসে আমি পাই পাথরের ঘাই
জান প্রিয়া, আমার ভীষণ কষ্ট হয়।
দুঃখের মালা পরি, তুমি সুখের মালা
কত ভালোবাসি তোমায় বোঝো নাতো বালা।
ভাবি কিছু লিখি,পরেছি ব্যাথার কাজল
অভাগার দু:খে আজ ঝরে আঁখি জল।
কি করে বোঝাব তোকে কত ভালোবাসি
তারই পুন্য ফলে পড়েছি গলায় ফাঁসি।
তুমি তো পাথর নও তুমি করুনাময়ী
নহে তুমি পরাজিত ত্রিভুবনে জয়ি।
শুধু আমারই বেলায় কেন নিশ্চুপ অসার
মনে কি হয়না তোমার এটা অবিচার ।
সবই তো আছে তোমার আমি আছি একা
বসে থাকি আগ্রহে পেতে তোমার দেখা।
তবুও আমি দোষী বেসেছি তোমায় ভালো
মন থেকে-থেকে কাঁদে কি করব বল।
মনে মনে বিদ্রহে ভেঙেছে রুদ্ধদ্বার
বেঁচে থাকি দুনিয়ায় সাধ্য কি আমার।
তবুও বলি তোমায় একটা কথা নিও
প্লিজ আমায় ক্ষমা করে দিও।