আজকের লিমেরিক


সুধীর দাস রূপম


এক


চটি পায়ে চটর চটর ফটর ফটর মুখে
অগ্নিশর্মা মূর্তি আমার দাবাগ্নিতা বুকে
দেশটা আমার নাগেরবাজার
দুর্নীতিতে বাঘের হাজার
শিক্ষা শেষে যুবক সমাজ কাঁদে মহা দুখে।


দুই


লক্ষীর ভান্ডার ভরছে দেখে নারায়ণ মুখ খাই খাই
বউ হয়েছে কাজের মাসি জীবনে কোনো চিন্তা নাই
আসছে ভোটে মারো ধাপ্পা
বুথের ভেতর নকল ছাপ্পা
নয়তো মোটে আমি খাপ্পা,জুটলে হাতে বোতলটাই।


তিন


গরু আমার গোমাতা ভাই ষাঁড়টা আমার বাপ
তাদের চামড়ার জুতা দিয়ে মন্দিরে দেই ছাপ
দোহাই দিয়ে ধর্মে
কুকামে সব  কর্মে
দলিত মথিত করে ক্ষমতার গদিতে দেই ঝাঁপ।


কলকাতা
০১,০৪,২২