এইখানে হাত রাখো


সুধীর দাস


সনেট- (দৃশ্যাক্ষর-৮-৬)
অন্তমিল-(কখখক,কখখক,গঘ,গঘ,গঘ)


এইখানে হাত রাখো এখানে হৃদয়
তারপর ঠোঁটে ঠোঁট, মিলো বুকে বুক
তারপর শুরু হোক মনে ধুকপুক
বসন্তের শরাঘাতে হোক বিশ্ব জয়।


এইখানে প্রেম আছে ঘটাও প্রলয়
চেতনার ঝাউবনে নেই ভুলচুক
স্পর্শের ঐ জ্যোৎস্নায় আহা কত সুখ
দ্বৈরথ সোপানে দুটি প্রাণ হোক ক্ষয়।


সৃষ্টির আদিতে এই প্রেম লীলা খেলা
চলমান চিরন্তন ঊর্বশী অপ্সরী
নৃত্যরত জ্যোৎস্নায় আলোকিত ভেলা
নক্ষত্র ছড়ায় চির জ্যোতি বিভাবরী
জীবনের জয়গানে তৃপ্ত সুখ মেলা
নারী তুমি পুরুষের সোনার তরী!


কোলকাতা
16,03,20