আমার জীবনে যদি তুমি না থাকো


সুধীর দাস


আমার জীবনে যদি তুমি না থাকো


সবুজ শাখা থেকে দূরে আমার প্রাণের রঙ ফ্যাকাশে হলুদ পাতার মতো
মহাসাগরের কোনও কোন রংধনু রঙ নেই
তবুও বাতাস ছাড়া ঢেউ খেলতে পারেনা।


আমার জীবনে যদি তুমি না থাকো


তুমি কীভাবে জানবে আমার জীবনের অপূর্ণতা! আমি তোমাকে দিয়েছি
দুপুরে ভালবাসা, রাত জাগা রাতের নিস্তব্ধতা
আকাশের চাঁদ তারা গ্রহ নক্ষত্র সাক্ষী আমার
আমার হাত সান্ত্বনা পেতে তোমার হাতে করেছি অর্পণ।
আমার জীবনে যদি তুমি না থাকো


যেমন নিস্প্রভ কবিতা সংগীত ছাড়াই গিটারের শুন্য তারের মতো জং ধরা বাতায়ন।
ঠোঁটে চুমু ছাড়া ঝাপসা হাসি
তাজা গোলাপী চকচকে রোদ ছাড়া
বসন্ত ফিরে আসার অপেক্ষা করি না।


জীবন তো ক্ষণস্থায়ী
ছোট দিন
দীর্ঘ রাত
এবং আমি তোমাকে খুঁজে পেতে চাঁদনি অঙ্গীকার করেছি
তুমি নক্ষত্র তুমি ফুল তুমি প্লাবিত চাঁদ আমার।
তুমি ছাড়া বিষন্ন ‌বসন্তকাল
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী অপেক্ষা করি শুধু তোমার জন্য
তোমাকে শুধু হাতরে বেড়াই
তুমি এসো আমার নক্ষত্র আবাসভূমিতে


তোমাকে চাই প্রিয়তমা


তুমি যদি আমার জীবনে না থাকো হে কবিতা


কবির বিষণ্ন মেঘলা আকাশ
তুমি হীন জীবন সাহারা মরুভূমি


তুমি যদি আমার না থাকো
আমি চিরদিন মিশরের মমি হয়ে যাবো তোমার অপেক্ষায়।


০৯,০২,২১