আমার ভালোবাসার আজন্ম উত্তাপ


সুধীর দাস


আমার ভালবাসার আজন্ম উত্তাপ ছড়িয়ে দিতে দিতে
আজ আমি নিঃস্ব অসহায় পত্রপল্লবহীন
এক নিঃসঙ্গ ক্যাকটাস।


আলোহীন প্রান্তরে দাঁড়িয়ে অন্ধকারে জবুথবু হয়ে
দাঁড়িয়ে আছি
অনন্ত নিঃসঙ্গ পাখির মত অভুক্ত
একদা অঙ্গীকার করেছিলাম
তোমাকে আগলে আগলে রাখবো
আর ভালোবাসতে বাসতে তোমাকে ফতুর করে দেবো।


ফতুর করার মানসে নিজের বৈভকে বিক্রি করে দিয়েছি, অষ্ট ধাতুর মাধুলীতে
মায়ের সিন্দুকের চাবি খুলে গয়না গাটি বিক্রি করে দিয়েছি
তোমাকে সাজাতে অভূতপূর্ব অলংকারে।


তোমাকে ভালবাসতে বাসতে ফতুর করার মানসে আজ
আমিই হয়ে গেছি নিঃসঙ্গ এক পাখি
ভিটেমাটি হারা উদ্বাস্তু।


আজ আমি রাজপথের মিছিলের সৈনিক
রক্তাক্ত বুক পাঁজরে শত্রু হনণের অঙ্গীকার
বলিষ্ঠ হাতে আজ আমি
সিরিয়ার ক্লান্ত অভুক্ত শিশু হাড্ডিসার দেহেও
ফিলিস্তিনি স্বাধীনতার দোর্দণ্ড প্রতাপের সৈনিক
হাতে আমার অস্ত্র বারুদ স্টেনগান গ্রেনেড।


কখনো আবার আমি মুক্তিকামী মানুষের
রক্তাক্ত লাশ।


তোমাকে ভালবাসতে গিয়ে
আমি আজ পৃথিবীকে ভালোবাসতে শিখেছি
শিখেছি ক্ষুধার সাথে লড়াই করে কিভাবে বেঁচে থাকতে হয়
কিভাবে ভালবাসতে হয় মাটি ও মানুষকে।


আমার ভালবাসার আজন্ম উত্তাপ আজ
ফতুর প্রেমিক হয়ে
সমগ্র বিশ্বকে ভালোবাসার স্বপ্ন দ্যাখে।
✍️
কলকাতা, বিকেল বেলা,৭ জানুয়ারি-২৩