আমি তো এক ঝড়ের পাখি


সুধীর দাস


রোদের ঝিলিক ফাগুন হাওয়া আগুন হয়ে এলো
তুমি তখন রইলে দূরে কেমন এলোমেলো
বুকের ভেতর কেমন যেনো লাগলো মৃদু হাওয়া
অপেক্ষাতে মন বসে আছি হল না তোমায় পাওয়া।


বউ কথা কও ডাক দিয়ে যায় শিমুল পলাশ ডালে
কোকিল কুহু ডাক দিয়ে যায় আবির রঙা গালে
মনের গহীন নির্ঝর বনে ফুল ফুটে যায় রোজ
এমন দিনে একলা বসে তোমায় করি খোঁজ।


রাতের আকাশ তারায় রাশি চাঁদনী ভরা আলো
মন পবনের নাও ভেসে যায় বাসতে তোমায় ভালো
হলুদ গাঁদা পাপড়ি মেলে হাত ইশারায় ডাকে
তোমার জন্য একলা মন অপেক্ষাতে থাকে।


কত সুরে বাজে বাঁশি হাজার ফুলের মেলায়
আমার হৃদয় ছিনিমিনি তোমার অবহেলায়
ব্যথার বেদন কেউ বোঝে না শূন্য হিয়া কাঁদে
হার না মানা হারানো সুর স্বপ্ন কেবল বাঁধে।


আসে ফাগুন বিষাদ মনে বছর বছর ঘুরে
তবু তুমি দাওনা সাড়া দুঃখ অন্তঃপুরে
আমি তো এক ঝড়ের পাখি ডানা ভাঙ্গা পাখা
পাবোনা জানি তোমায় তবু অপেক্ষায় থাকা।


কলকাতা
সন্ধ্যা-০৮.০০
১০,০৩,২২