আমরা যা পারি এবং যা পারি না


সুধীর দাস


আমরা পারি গরুদের অপমান করতে
মুরগি চোর ধরতে পারি
রাস্তায় ভিক্ষা করা কুকুরদের আমরা তাড়িয়ে দিতে পারি অহরহ


মাটির টবে সাজানো গোলাপকে করতে পারি তছনছ
কুঁড়ি গুলোকে ছিড়ে ফেলতে পারি ফুল ফোটার আগেই
দেশটাকে বানাতে পারি ধর্মের কারাগার
ছড়াতে পারি ধর্মে ধর্মে বিভেদ
ধর্মকে বানাতে পারি ভন্ড হাতিয়ার।


সম্প্রীতির নামে ভোট বাক্স ভরার জন্য
ঘরে আগুন দিয়ে দমকল বাহিনী পাঠাতে পারি যত্রতত্র


আমরা পারি একজন বিপ্লবীকে  অহরহ ফাঁসির কাষ্ঠে ঝুলাতে
রাজপথে বুক পেতে দেওয়া মানুষের অধিকারকে
গুঁড়িয়ে দিতে পারি
বুলেট গ্রেনেডের রক্তাক্ত স্বৈরাচার দিয়ে।
ছিন্নভিন্ন করে দিতে পারি মানুষের রক্তাক্ত লাশ।


কিন্তু আমরা পারিনা,
লম্পট শুয়োরের বাচ্চাদের বিরুদ্ধে  প্রতিবাদ করতে, রুখে দাঁড়াতে
আর
পারিনা ক্ষমতার পাশে বসে যারা ঘুরঘুর করে বেড়ালের মত দেশটাকে লুটে পেটে খাচ্ছে
তাদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পাই না আমরা।


কলকাতা, ২ জানুয়ারি-২৩