অপেক্ষায় বসে আজও
✍️
সুধীর দাস


এখনো ভোরের ফুল ফোটে অলি আসে
আকাশের নীল খামে রোদ বৃষ্টি হাসে
এখনো পাখিরা গান গায় মিষ্টি সুরে
বাঁশের বাঁশরী বাজে নির্জন দুপুরে।


কথার কাকলি বুকে রিনিঝিনি বাজে
প্রেমাষ্ণু সোহাগে ফুল নীলাম্বরী সাজে
অপেক্ষায় বসে আজো রিক্ত মুঠি খুলে
অশ্রুধারা স্নানে চোখ যায়নি তো ভুলে।


যন্ত্রণা বিকীর্ণ রাতে বসে থাকি রোজ
জানালায় হাতড়াই পাই যদি খোঁজ
বন্ধব্দার খুলে রাখি এই বুঝি এলে
নিহত হৃদয়ে যদি দাও প্রাণ ঢেলে।


উজান ভাটিতে দেখি আলো হাসি খেলা
অকূল পাথারে ভাসে ভালোবাসা ভেলা
অশ্বল্থের দেহে দেখি রৌদ্রজ্বল আলো
কপোত কপোতি গান গায় বাসে ভালো।


নির্জন দুপুরে আমি অশ্রু জল চোখে
আশির নখর ক্ষুধা বোধিমূলে শোকে
তারা খসে নদী জলে আকাশের পাশ
অনার্য রাক্ষস বুকে চির ক্রীতদাস।


♥️


কলকাতা,১৮ ফেব্রুয়ারি-২৩