অপেক্ষার পথ দীর্ঘ হয়

সুধীর দাস

অপেক্ষায় পথ দীর্ঘ হয় ভালোবাসা কড়া নাড়ে
তুমি আসবে প্রিয়তামা হৃদয়ে ভালোবাসা বাড়ে
একদিন তোমার আমার সত্যি করে দেখা হবে
নক্ষত্র তাই তাকিয়ে থাকে বেদনার নীল নভে।

ভাবনার আকাশে তোমাকে করে যাই খোঁজ
এই তুমি এলে দরজা খুলে দাঁড়িয়ে থাকি রোজ
বুকের ভিতরে ধুক ধুক বাড়ে চোখ আসে ভিজে
তুমি আসবে অপেক্ষার যন্ত্রণা বুক করে কি যে!

বেদনার স্বরলিপি সুর তোলে ভালোবাসার গান
তুমি আসবে তুমি আসবেই আছে হৃদয়ের টান
আনমনা মন করে আনচান শুধু তোমাকে নিয়া
তুমি কতকাল আমার প্রিয়তমা বুকের প্রাণ প্রিয়া।

ঘুমের ঘোরে স্বপ্ন দেখি জানালায় চাঁদ জাগে
বিষন্ন বেদনার ঝড় বয়, পাশে পাবার অনুরাগে
স্বপ্ন আছে বলেই মানুষ তাই তো বেঁচে থাকে
তুমি আসবে তুমি আসবেই স্বপ্নের সৌধ আঁকে।

যত দূরে আছো যেভাবেই থাকো হয়ে আছি ছায়া
পাশাপাশি হেঁটে চলি অনন্ত কাল জড়িয়ে মায়া
মায়াজাল ছড়িয়ে যাই তুমি একদিন আমার হবে
বসন্তে সাজাবো তোমায় ভালোবাসার উৎসবে।

কলকাতা
রাত-০১,৩০
২৮,০২,২২