এভাবেই ভালোবাসা হয়


সুধীর দাস


তোমার শহরে তুমি ভালোবাসার বিক্রেতা
আমি ক্রেতার কাঙ্গাল
পুঁইশাক কিনলে তুমি চিংড়ি মাছও ফ্রিতে ধরিয়ে দিতে
লাউ পাতার ডগার সাথে শোল মাছ!


তারপর টক দইয়ের সাথে মিষ্টি ছানার বড়া
রসমালাই
মিষ্টি রসগোল্লার সাথে শক্তিগড়ের ল্যাংচা
কখনো আবার জয়নগরের মোওয়া।


আতা ফলের সাথে আপেল কমলা আঙ্গুর
আমি যা চাইতাম তুমি তার অধিক দিতে
মূল্যের কোন বালাই ছিল না


গাঁদা ফুলের সাথে রজনীগন্ধা তাজা লাল গোলাপ।


আমিও তোমার প্রলোভনে পড়ে
চাঁদের স্ট্যাচু ভেঙ্গে জ্যোৎস্নার আবেগ কুড়িয়ে তোমাকে করেছি পূর্ণিমা
নক্ষত্রের জ্যোতিপথ ছায়ালোক থেকে আলোর বিচ্ছুরণ ঘটিয়ে তোমাকে করেছি অরুনীমা।


দিতে দিতে অবশেষে আমিও হয়ে গেছি ব্যাবোলিনের ঝুলন্ত বাগান!


তারপর একদিন ক্লান্ত শ্রান্ত ভালোবাসার পরিব্যাপ্তীতে
দাম দিতে দিতে তোমাকে আমি হয়ে গেছি নি:শ্ব সর্বহারা
তারপরও তোমার বিক্রির শেষ নেই!


অবশেষে একদিন
তুমি আমার রক্ত চাইলে
আমি তোমাকে পাঁজর খুড়ে দিলাম


তুমি আমার বুক চাইলে
আমি তোমাকে আমার বুকের থলথলে হৃদপিণ্ড খুলে দিলাম
তুমি আমার চোখ চাইলে
আমি অন্ধ হয়ে গেলাম!


তারপর
তারপর,
তুমি আমাকে তোমার দেবীর ঐশ্বর্যময় পায়ে ঠেলে  আমাকে করলে পরিত্যাক্ত,ভাগাড়!


আমি তোমার ভালোবাসা কিনতে কিনতে
আজ ঋণগ্রস্থ এক বিপন্ন পথিক, সর্বহারা
উদ্বাস্ত আমার জীবন,বিপন্ন, মৃত্যুময়তায় লীন।


আমি আজীবন ভুল করে গেছি
বুঝতে পারিনি
তুমি ছিলে ভালোবাসার বিক্রেতা
আর আমি ছিলাম ক্রেতা!


কলকাতা, দুপুর-১২.২০
২৩.১১.২২