বাবা নেই


সুধীর দাস


বাবা নেই,
আয়ু রেখা বরাবর কঠোর নিয়তি
ছায়ার শরীর ছেড়ে নেমে আসে গাঢ় অন্ধকার
ভরা কলসি ডুবে গেছে, মুছে গেছে বিনয় ত্রিপিটক।


বাবা নেই,
ফোঁটা ফোঁটা জল ঝরে সাঁকোটার গায
অন্তিম আগুনে পুড়ে যায় শহর গ্রাম
বাড়ি ঘর দোর বিছানা পত্র
দুঃখের রাত বাড়ে প্রতিদিন হাভাতের ঘরে।


বাবা নেই,
একটি বট গাছের ছায়া
মুছে যায় নিমিষেই অদৃশ্য অন্ধকারে।


কলকাতা ২৫ অক্টোবর -২৩