ব্যর্থ সনেট


সুধীর দাস


মনে রেখো ভালোবাসা ব্যর্থ এই প্রাণ
তোমার জন্য আনন্দ আর কিছু নেই
সুখ সে তো চলে গেছে হারিয়েছি খেই
অন্তর্বাসে পড়ে আছে ধূপছায়া ঘ্রাণ।


রাঙতা মোড়া লাবণ্য মুছে গেছে কবে
আলোকবর্ষ সূর্যের নেই আজ আলো
গাত্র হরিদ্রা বুকে অন্ধকার কালো
ওমিক্রন নিয়ে খেলে অন্ধকার ভবে।


পতনের ইতিহাস লেখে চতুর্বেদে
একাকীত্ব মহাকাশ প্রতিবিম্ব ছায়া
গোধূলি আলোকবর্ষে খেলে মোহমায়া
তাপসপুরাণ বুক ভরে যায় ক্লেদে।


আমার আমিত্বে পোড়ে ব্যর্থ ভালবাসা
প্রোটোপ্লাজম জানালা ছুঁলে সর্বনাশা।
♥️
কলকাতা ২ মার্চ ২৩