ভুলে যদি যাবে তবে
সুধীর দাস


ভুলেই যদি যাবে তবে
দিয়ে ব্যথা বুকে
কাছে কেন আসলে
এত ভালোবাসলে
একা আমায় ফেলে রেখে
তুমি থাকলে সুখে!


বুঝতে আমি পারি না যে
কোথায় আমার ভুল
তোমার তরে মালা গাঁথার
শুকিয়ে যায় ফুল।


তোমার জন্য ব্যাকুল আমার
মনটা শুধু কাঁদে
বুক করে আনচান
উথাল পাথাল প্রাণ
সকাল বিকাল সন্ধ্যা বেলা
তোমার স্বপ্ন বাঁধে।


কিছুতেই আর মন বসে না
অপেক্ষাতে রই
আকাশ ভরা চাঁদের সাথে
তোমার কথা কই।


২৮ অক্টোবর ২০২১, কলকাতা