বিজয়ের ছড়া


সুধীর দাস


যুদ্ধ শেষে বিজয় এলো বিজয় এলো দেশে
মা মাটিকে ভালোবেসে স্বাধীন বীরের বেশে
পাক বাহিনী তাড়িয়ে দিয়ে বিশ্ব করলো জয়
পদ্মা মেঘনার ঢেউয়ের তালে স্রোতোধারা বয়।


আকাশ বাতাস ফুলের সুবাস ভ্রমর পাখি গায়
সবুজ লালে আঁকা পতাকা আনন্দে দোল খায়
শহর গ্রামের জীবন জুড়ে বইছে সুখের নদী
বাউল সুর গানে মাতে একতারাটা  নিরবধি।


মেঠো সুরে ঢেউ তোলে বুকের উঠোন ঘাসে
ভোরের আলো চারিদিকে ঝলমলিয়ে হাসে
বুকের জমিন রক্তিম হয়ে আগুন ঝরে প্রাণে
বঙ্গবন্ধুর মার্চের ভাষণ বুকের ভেতর টানে।


আকাশ জুড়ে ভালোবাসার আলো ছড়াছড়ি
আনন্দে আজ আত্মহারা মেঘের গড়াগড়ি
বিজয় এলো লাল সবুজের বাংলা নামে আঁকা
এমন দিনে ঘরে বসে যায় কি বলো থাকা?


বছর বছর বিজয় আসে স্বাধীনতার নামে
গাঁদা ফুলের মালা গুলো শ্রদ্ধা নিয়ে থামে
প্রভাত ফেরি সাজিয়ে,ফুল দিতে যাই মিনারে
কিন্তু,বিজয় চলে গেলে ঘেষিনা তার কিনারে।


ধুলোবালি ময়লার আঁচল শহীদ মিনার কাঁদে
তবুও আমার সোনার বাংলা সুখের স্বপ্ন বাঁধে।


কলকাতা, ১৬ ডিসেম্বর-২০২২