চিতার আগুন জ্বলে বুকের দহনে


সুধীর দাস


চিতার আগুন জ্বলে বুকের দহনে
নক্ষত্র পুড়ে যায় ক্ষয়িষ্ণু প্রভায়
চাঁদের স্ট্যাচু ভাঙ্গে
সাগ্নিক বুকের অবয়ব গলে গলে
একদিন সুপ্ত আগ্নেয়গিরি।


গঙ্গার জলে গঙ্গা পূজো
দুঃখের দহনে দুঃখ
কষ্টের ভেতরে কষ্ট
স্রোতস্বিনী নদী হারিয়ে যায় তপ্ত বালুর মরু সাহারায়
জীবনের গান থেমে যায় নগ্ন অমাবস্যার তিথিতে।


পরমাত্মার পরমায়ু নিখোঁজ সংবাদ লেখে
একজন কবি যুগ যন্ত্রণার স্বীকারে মৃত্যু
অপঘাত না আত্মহত্যা!


আমি নিঃস্ব হতে হতে নিঃস্ব হয়ে গেছি
বঞ্চিত হতে হতে বঞ্চনার পাথর হয়ে গেছি
আঘাতের প্রতিঘাতে নিমগ্ন নগরে চোখের জল
যন্ত্রণার শরাঘাতে ক্লেদাক্ত ভঙ্গুর স্যাতসেতে
চেতনাহীন চৈতন্যের নিস্প্রভ জ্যোতিষ্ক বলয়।


কোথাও কেউ নেই
বসন্তের কিংশুক বনে মৌসুমের মৌতাত
ক্লান্ত আজ ধূসর পান্ডুর
অপাংক্তেয় অবাঞ্ছিত আমার পৃথিবী।


যার বেদনা সে বোঝে
যার হারায় সেই খোঁজে
যে জ্বলে আগুনে জ্বলে
গঙ্গার জলেও জ্বলে
জলেও জ্বলে
বুকের দহনে চিতার আগুনে পোড়ে।


03,03,21