কৃপা নির্ভর বেঁচে থাকা


সুধীর দাস


পাহাড় কাটতে কাটতে চোখের জলের ঝরনা
বুকের সমতল ভূমিতে শ্মশানের শোক সন্তাপ
দুঃখের গাত্রহরিদ্রা,তামসপুরাণ।


বুকের দেরাজে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজে
ধূপছায়া প্রদীপ জ্বলে
তোমার জন্য আনন্দ আর
আমার জন্য বিচ্ছেদের আবির্ভাব
শোকের সায়াহ্ন তিথি।


মানসী হারিয়ে যায় সোনার তরীতে
তবুও শ্বেত বলাকা ডানা মেলে মালতীতারা


মেঘের মুল্লুকে ভেসে ওঠে নক্ষত্র ফুল পাখি
আকাশ গঙ্গায় ঝিকমিক করে তারার আলো।


অপেক্ষায় থাকিনি
কেউ তো বলেনি অপেক্ষায় থেকো!


যার কিছু হারানোর ভয় নেই
সে কোনদিন কারো অপেক্ষায় থাকেনা
মেঘের গর্জনে বিদ্যুৎ চমকানো তার শরীর।


শ্মশানের চোখ যার বুক থেকে ছুঁয়ে গেছে
তার কি ভয় থাকে হৃদয় পোড়ানোর?


শুধু ভালোবাসার রঙ, প্রোটোপ্লাজম জানালা
খোলা বুকে উঁকি মারে
বুকের বারান্দায় মাতাল হাওয়া
কৃপা নির্ভর বেঁচে থাকা।


কলকাতা- ৩০ মার্চ-২৩