ছিন্নভিন্ন লাশ রক্তাক্ত রাজপথ


সুধীর দাস


রাজপথে ব্যারিকেট মিছিলের মুখ
উজানের স্রোত চাপচাপ রক্তাক্ত
সিধু নয় কানু নয়
ভুখা নাঙ্গা একদল ক্ষুধার্ত কাক
কা কা রবে ডাকছে
ক্ষুধার্থ বুক হাড্ডিসার ক্লেদাক্ত দেহ প্রাণ


মুমূর্ষু
প্রাণহীন
নিভু নিভু প্রদীপ


কুকুরের মতো ঘেউ ঘেউ চিৎকার।


নিদ্রাহীন প্যাঁচার কোটরের মত চোখ
প্রতিহিংসার আগুন বুকে
প্রতিবাদের স্ফুলিঙ্গ দাউ দাউ অগ্নিশিখা
আগ্নেয়গিরি ফুজিয়ামা ভিসুভিয়াস।


ভাত চাই
কাপড় চাই
বাঁচার মত বাঁচতে চাই।
স্লোগানে মুখর কণ্ঠস্বর
বুক পাঁজর হাড্ডিসার দেহ
হাতে কাস্তে কোদাল লাঙ্গলের ফলা
বুকে রক্তাক্ত লাল পতাকা।


জীবনের গান ভুভুক্ষ পিড়ীত
অন্ন হীন বস্ত্রহীন নেংটি ইঁদুর।


আমিও এই রক্তাক্ত মিছিলে শামিল হয়ে যাই
আমিও দেশ দ্রোহী হয়ে ওঠি
আমার নিঃশ্বাসে বেজে ওঠে বেঁচে থাকার সংগ্রাম
আমার পাঁজর খুড়ে রক্তাক্ত বুক টগবগ করে উঠে
আমার চোখে অগ্নিস্ফুলিঙ্গ
আমার বুকে রক্তাক্ত শপথ
মুক্তির সংগ্রামে
আমিও মিছিলে সামিল হই


কৃষকের লাঙ্গলের ফলার মতো
আমারও চোখ চিকচিক করে ওঠে
রক্তাক্ত রাজপথে
মিছিলের মুখে।


দেশ দ্রোহী হতে ইচ্ছে করে।


২৪,০২,২১


ভালোবাসি


সুধীর দাস


তুমি আমি কেবল দু'জন


মন্ত্রমুগ্ধ, ছিটিয়ে দেওয়া রজ্জু হৃদয়
ঠোঁট, জ্বলন্ত অগ্নি বলয়, স্বপ্নালু
প্রেম, প্রিয়তা অটুট রয়েছে
আমরা যেন বুনন, মেঘের মতো।


কখন‌ও ভাসমান, কখনও লুকানো, কখনও পড়ে যাওয়া
মিশ্রিত, ধোঁয়াশা গরম এবং উষ্ণ ছিল
শপথ, স্বপ্ন, ইচ্ছা, ভবিষ্যৎ
তাত্ক্ষণিকের জন্য, আবার পাতলা ডানা, আকাশে, হৃদয়ের সঙ্গে।


স্বপ্ন, বিশ্বস্ত, অবশ্যই আরও দুর্দান্ত
ভালবাসা, উষ্ণ ঠোঁট, কখনও ত্যাগ করো না, যৌবনের ভালবাসা
চাতক চাতকের মত, কমনীয়, নিখুঁত অপূর্ব প্রেম শাশ্বত ভালোবাসা।
আমরা, চিরকাল, এখনও, সুন্দর দম্পতি
তুমি ও আমি।


ভালবাসা চিরকাল রাখো প্রিয়তমা
তুমি যেভাবেই থাকো না কেন, আমি তোমাকে সবসময় ভালবাসি
ছায়ার মতো মায়া হয়ে অনন্তকাল অসীম


ভালোবাসি।


২৪,০২,২১