একুশ এলে লাল পলাশে


সুধীর দাস


একুশ এলে লাল পলাশে রক্ত আবির ফোটে
দোয়েল শ্যামা ময়না টিয়া ডাক দিয়ে যায় ঠোঁটে
কোকিল ডাকে কুহু কুহু কৃষ্ণচূড়ার ডালে
বউ কথা কও চুমো আঁকে আমার পিয়ার গালে।


বাংলার বুকে মিষ্টি হাসি ঝিকিমিকি জ্বলে
ভাই হারানো বোনের বুকে ব্যাথার আগুন গলে
মায়ের বুকে কষ্ট গুলো পাথর চাপা থাকে
বর্ণমালায় শহীদ মিনার ফুলে ফুলে আঁকে।


একুশ এলে রফিক সালাম জেগে জেগে ওঠে
জব্বার বরকত অলিউল্লাহ রাঙ্গা পায়ে ছোটে
বীর বাঙ্গালীর বুকের ভেতর রক্ত আগুন ফুলে
আকাশ বাতাস কেঁপে কেঁপে বুকটা উঠে দুলে।


মায়ের হাসি বাজায় বাঁশি বাঙ্গালীদের মাঝে
বর্ণমালায় শহীদ মিনার রক্ত রাঙ্গায় সাজে
বাংলা মায়ের মুখের বুলি সবার মুখে ফোটে
রক্ত শপথ বুকের ভেতর আগুন হয়ে ওঠে।


একুশ এলে প্রভাতফেরী বাংলা ভাষার সুরে
মায়ের ভাষা মুখের ভাষা বিশ্বভূবন ঘুরে
লক্ষ যুগের ভিনদেশীদের অত্যাচারীর সুর
বুকের প্রখর প্রতিবাদে তাড়িয়ে দেয় দূর।


কলকাতা ২১ ফেব্রুয়ারি ২৪