ঘুমহীন রাত জেগে


সুধীর দাস


ঘুমহীন রাত জেগে একা একা রই
রাত জাগা পাখির কাছে কত কথা কই
চাঁদের সাথে জোছনার কত ছবি আঁকি
অপেক্ষার বাতায়নে মালা গেঁথে থাকি।


তুমি জোছনার ফুল ছুটে আসো কাছে
অতৃপ্ত হৃদয় খানি উথাল পাথাল নাচে
হাসনাহেনা ফুল গুলো সুবাসেতে ঝরে
আনচান মন আমার কেমন যেন করে।


স্মৃতির মায়াজালে নক্ষত্র তারা ফোটে
বুকের পাঁজর ছিঁড়ে লাল রক্ত ছোটে
তুমি আছো তুমি নেই মায়ার খেলা
আবেগের নদী ছোটে বেদনার ভেলা।


রাত জাগা পাখির সাথে আমিও হই পাখি
হাত তুলে প্রাণ খুলে তোমারে যাই ডাকি
অপলক চোখ দুটো চোখের জলে ভাসে
জোছনা তারার ফুলে তোমার ছবি হাসে।


কত দুঃখ কত ভুল কত বেদনার ডালি
ক্ষমাহীন সুন্দর‌ হে দেয় জোড়াতালি
চোখের কোনে টলমলে হয় জল জমা
ভুলগুলো ফুল হয়ে করে দিও ক্ষমা।


২৪,০২,২১