যারা এসেছিল


সুধীর দাস


যারা এসেছিল
তারা আবার এক এক করে চলে গেছে যে যার পথে নিজের মতো করে।
কেউ স্বপ্নের মত, কেউ চাঁদের মত নক্ষত্র লোকে।
আবার কেউ কেউ আম কাঠের অগ্নিত পুড়ে পুড়ে ছাই হয়ে।


এখনো যারা পাশে আছে
তারাও আছে নিজের মতো করে ছায়ার মত পাশাপাশি
হয়তো একদিন তারাও চলে যাবে
আনন্দলোকের অনন্তলোকে।


আমার কোন আনন্দলোক অনন্তলোক নেই
আছে,
পরাধীনতা পরাজয়ের দীর্ঘ নিঃশ্বাস, আর ওছিষ্ট পড়ে থাকা ভাগাড়।
যেখানে সাড়ে তিন হাত মাটিও নেই।


কলকাতা ২৭.১০.২৩