যতবার ভুলে যাবে ভেবেছ তুমি


সুধীর দাস


কতবার আসবে আসবে বলেছিলে আর এলেনা
পোড়ামন অপেক্ষায় থেকে থেকে হিসাব মেলেনা
বুকের গভীরে মোচড় দিয়ে ওঠে তোমাকেই ভাবি
তুমি যে আমার ভালোবাসা বেঁচে থাকার চাবি।


মায়ার আঁচলে বেঁধেছি তোমাকে বুকের বাহুডোরে
তুমিহীন বেঁচে থাকা দায় পাখিরা ডাকে না ভোরে
শীতের পাখিরা ফিরে গেছে ঘরে বসন্ত এলো বুঝি
আমার প্রাণের মায়া অনন্তকাল তোমাকে খুঁজি।


কিভাবে ভুলে থাকো? বুকে আগ্নেয়গিরি যন্ত্রনা!
নিজেকে নিজে জ্বলে পুড়ে ছারখার কি যে মন্ত্রনা
কত প্রেম ভালোবাসা জেগে থাকে মনের মিনার
তবুও অভিমানী তুমি আসবে না আমার কিনার!


ভালো তো বেসেছিলে তবে কেন দূরে দূরে থাকো
পাঁজরে ভালোবাসার শব্দ বিচ্ছেদ কেন আঁকো
বুকের ভেতর শুধু ধুকপুক যন্ত্রণা যে কেঁপে ওঠে
অব্যক্ত প্রেম ছটফট করে অস্ফুট তুমি তুমি ফোটে।


যতবার ভুলে যাবে ভেবেছ তুমি ততবার মনে পড়ে
বুক ফেটে কান্না আসে বেদনায় চোখে জল ঝরে
আমি তো শুধু তোমার জন্য পেতে আছি দুই হাত
এসো দুজনে মিলিত হই ভালোবাসায়,ঝর্না প্রপাত।


কলকাতা
২৭,০২,২২