যে মেয়েটা রোজ রাতে

সুধীর দাস রূপম

যে মেয়েটা রোজ রাতে খোঁজ নিতো ফোনে
সারারাত জেগে জেগে বলতো প্রাণের কথা
বুকের ভেতর ঝরে যেতো আবেগ আকুলতা
সে আজ হারিয়ে গেছে কোন আঁধার  কোনে?

চাঁদ নিয়ে খেলা করে জোছনা মাখতো গায়
ঝিরিঝিরি মায়া রঙে খেলতো বাসর খেলা
শরীরে সুগন্ধ বাতাস উদ্যমে ভাসাতো ভেলা
টুপটাপ কামনা প্রেম আমার ঢেলে দিত পায়।

সারাদিন সারাবেলা থাকতো পাশাপাশি ছায়া
বুক ভরে শুঁকে নিতাম তার যত কবোষ্ণ কলাপ
শরীরের ভাঁজ খুলে যতো নিতাম শিহরিত তাপ
বুকের আঁচল খসে জুড়িয়ে যেতো অপূর্ব মায়া।

আজ আলোছায়া গোধূলিতে চলে গেছে আড়ালে
কোথাও নাই তার ছায়া রৌদ্র করোটিতে দাঁড়ালে।

কলকাতা
রাত-২৩.৪০
২৩,০৫,২২