কোন অভিযোগ নেই


সুধীর দাস


কারো কাছে আমার কোন নাই অভিযোগ
ভুলে গেছি জীবনের সব যত মায়ালোক
হৃদয় আজ বাঁধনহারা একলা একা থাকি
সবকিছু ভুলে গিয়ে দুঃখের ছবি আঁকি।


কারো প্রতি আর কোন মায়া নেই প্রাণে
ফাগুনের ফুলে আর আনন্দ নেই ঘ্রাণে
কোকিলের কুহু কুহু যতই ডাকুক ডালে
আমি থাকি নির্বাক আশাহীন শুষ্ক ভালে।


ভুলে গেছি জীবনের আজ সবকিছু পাওয়া
ভাষাহীন প্রান জুড়ে আজ নিষ্ফল চাওয়া
দেবারও কিছু নেই শূন্য হাতে এই মরা প্রান
পাবারো আশা নেই, আছে শূন্য বীণার গান।


বীণাপাণি বিনা হাতে দাঁড়িয়ে আজ ঠায়
না বলা কথাকলির কথা কলিতে ঝরে যায়
যত ফুল তোলা ছিল হয়নি তো মালা গাঁথা
সবকিছু শুকিয়ে গেছে হৃদয়ে ভরে ব্যাথা।


কারো কাছে আমার কোন নাই অভিমান
শূন্য তরী উজানে থাক ব্যর্থতার অভিযান
সবাই চলে গেছে সুখে যার যার যাবার পথে
আমি শুধু রয়ে যাই আমার ব্যর্থ বিনা রথে।


কলকাতা ২০ ফেব্রুয়ারি ২৪