মানুষ এবার জাগো


সুধীর দাস রূপম


সামনের মিছিলে থল থলে রক্ত, ছোপ ছোপ চিটচিটে


পিছনের দেয়ালেও রক্ত ছাপ
বুকের ডানপাশে শ্মশানের শোক
বাম পাশে প্রতারণার ব্যর্থতা।


ঊর্ধ্ব আকাশে কালো ধোঁয়া
পায়ের তলায় মাটি নেই
বিধ্বস্ত কঙ্কালের মত দাঁড়িয়ে ঠায়


ক্ষুধার্থ পেটে এক থালা ভাত খুঁজি


ছনের ঘরের পেছনের বারান্দায়
অসুস্থ পিতা
মায়ের এ্যাজমা শুকনো কাশি
ঔষধ ডাক্তারহীন জীবন


এর মাঝে বিদ্যাসাগরের পাদদেশে
আমাদের ধর্না একহাজার একদিন


চাকরিটা ওরা চুরি করে নিয়ে গেছে
শিক্ষাটা ওরা চুরি করে নিয়ে গেছে
আমাদের অধিকার ওরা কেড়ে নিয়ে গেছে
এবার স্টালিনের পাদদেশে মিছিলের পালা
রাস্তা রক্তময় হোক
মিছিলে লাশ পড়ুক
মাথার খুলি উড়ে যাক গুলিতে
তারপর স্বৈরাচারের মসনাদে
ফিরে আসুক শান্তি অধিকার
এই হোক আজকের অঙ্গীকার
মানুষ এবার জাগো।


কলকাতা ১২.১২.২২