মন ছুঁয়ে গেছে


সুধীর দাস


মন আজ ছুঁয়ে গেছে হৃদয়ে তোমার
বুক আজ‌ ভরে গেছে হয়েছি হোমার
পানপাত্রে ঢেলে আছি সরাবের ছোয়া
রূপের আঁচলে হাত প্রার্থনায় নোয়া।


কোথা হতে এলে তুমি কত যুগ পর
অবাঞ্ছিত শূন্য বুকে নিয়ে এসে ঝর
আকাশের চাঁদ ছুঁয়ে তুমি নেমে এলে
অপরূপ ছোঁয়া দিয়ে ভালোবেসে গেলে।


জানিনা তুমি কি ‌করে ‌ ভালোবাসা দিবে
চোখ ছুঁয়ে বুক ছুঁয়ে কি আমার নিবে
বুকভরা কত সুখ স্বপ্ন ‌আছে জমা
চাইলেই‌ নিতে পারো ওগো নিরুপমা।


বন্ধু তুমি সুখ‌‌ স্বপ্নে হাতটা বাড়াও
কাছাকাছি মনে মনে একটু দাড়াও
পাশাপাশি সারাদিন ‌ এতটুকু থাকো
মনে মনে যদি তুমি ‌ বুক ভরে রাখো।


আর কিছু চাইনা গো প্রাণের মায়ায়
‌প্রদীপের আলো রাখো জ্বেলে ছায়ায়
হৃদয়ের দীপশিখা জ্বলুক অন্তরে
সুখ পাখি দুজনেই রাখি‌ প্রাণভরে।


কোলকাতা
রাত ১.০৫
১৯,১২,২০