পাষানের বুক চিরে


সুধীর দাস রূপম


পাষান হৃদয় আজো বেঁধে রাখি সব
ভুলো প্রেম জীবনের স্বপ্ন কলরব
ভেজাভেজা চোখ নিয়ে অপেক্ষায় থাকি
যদি সে আবার আসে হাতে হাত রাখি।


কত তারা ফুল ফোটে আকাশের কোলে
কত পাখি গাছে গাছে নেচে নেচে দোলে
কত নদী সরোবরে ফোটে কত ফুল
মরু বুকে খুঁজে ফিরি জীবনের কুল।


মনের আয়না‌ দেখে‌ আর শুধু ভাবি
এখনও ভালোবাসা তার কাছে দাবি
নক্ষত্র আকাশ পাড়ে‌ দেখি চাঁদ তারা
দেখে দেখে ভেবে ভেবে হই দিশেহারা।


পাষাণের বুক চিরে ‌দেখি প্রতিচ্ছবি
সে ছবি কবিতা হয় আমি তাই কবি।
♥️
কলকাতা রাত ২.২৫,২৭নভেম্বর ২৩