প্রার্থনা


সুধীর দাস


সুখের সিঁড়িটা ঊর্ধ্বমুখী
দুঃখের পড়ন্ত বিকেল নিম্নমুখী
তুমি সিড়ি পেরিয়ে এক দুই তিন


তারপর সাজানো ঘর
আলমারির সিন্দুক পালঙ্ক সুখ নিবাস।


আমার বসবাস নিম্নমুখী
কষ্টের জলস্রোত
শোকের নিমতলা
গঙ্গা জলে পিন্ডদান!
এবং
গেট খুলে সিঁড়ির পাশেই
সাবান সোডার জলে ধুয়ে নেই প্রার্থনার অন্তর্বাস।


এইসব অন্তর্বাস খুলে আকাশের দিকে চেয়ে থাকি চিরকাল
আর
চিরদিন প্রার্থনারত
তোমার মঙ্গল কামনায়।


কলকাতা
২৬,০৮,২১