রাত যত গভীর হয় ভালোবাসা পোড়ে


সুধীর দাস


রাত যত গভীর হয় ভালোবাসা পোড়ে
বোবা মন জ্বালাতন কাঁদে ব্যথা তোড়ে
চাঁদের সব মিহি দানা জানালায় হাসে
ঝিরঝিরে আলো হাওয়া আকাশে ভাসে।


কত স্মৃতি বুকে বাজে রিনিঝিনি সুরে
আপন মনে খেলা করে মন প্রাণ জুড়ে
সুখ পাখি উড়ে গেছে বাতায়ন খুলে
চোখের জ্বলে কাঁদি একা তারে ভুলে।


নিয়তি লিখে গেছে দুখের পরিণাম
দিতে তারে পারিনি ভালবাসার দাম
এখনো বুকে কত ফুটে রোজ গোলাপ
তারে ছাড়া কোন ফুল ধরা মনে পাপ।


রাত যত গভীর হয় তোমায় মনে পড়ে
বুকে খুব ব্যথা বাড়ে চোখে জল ঝরে
জানলার পাশে বসে মনে বলি কথা
অপেক্ষায় বসে বসে আসে নীরবতা।


মনে হয় তুমি আসো মালা গে৺থে ফুলে
বুকে তুমি টেনে নেবে দুই হাত তুলে
নক্ষত্র তারা হাসে, হাসে ফুল পাখি
মিছে প্রেম ভালবাসা মুদে যায় আঁখি।


♥️
কলকাতা, রাত ১ টা,৪ জানুয়ারি-২৩