শ্মশানের চিতা জ্বলে শোষণের আগুনে


সুধীর দাস রূপম


পোড়া লাশের গন্ধ ভাসে আকাশে
কিছু শকুন ছাইভস্ম খুঁজে ফেরে
লাশের ময়নাতদন্ত হবে! হবে?


নির্বাক তাকিয়ে থাকে আকাশ
বহরমপুরের মানুষ গ্রাম ছাড়া
স্তব্ধ চিৎকার,নিরাকার বিচার!


রাজনৈতিক ভাগবাটোয়ারার নেশায় মত্ত রাজনৈতিক নেতারা
কিছু বুদ্ধিজীবী মিডিয়াতে আঙ্গুল তুলে তাকায়
কিছু কণ্ঠস্বর ম্যা ম্যা!


চালের দামেও মোমবাতি কেনা যায় না
বুদ্ধিজীবীরা পাচাটা আঁতেল
নাক ডেকে ঘুমিয়ে থাকে চার তালর ফ্লোরে।


আবার কবে লাশ হবে?
অতীতে কোথায় লাশ হয়েছিল তার হিসাব নিকাশ তর্কে তর্কে যুক্তিতর্ক


আমজনতা গিলে খায় নেতাদের গরম গরম রক্তের বুলি
বলির পাঁঠা জনগণ
আমরাও তাকিয়ে থাকে নির্বাক


এই লাশের কে দেবে হিসাব
কে দেবে এতো মৃত্যুর জবাব?


শকুনের আস্তানা বাড়ে
জ্বলন্ত চিতা জ্বলে ওঠে
ছাইভস্ম  উড়ে যায় আকাশে
মানবতা কাঁদে মানবিকতা কাঁদে
শ্মশানের চিতা জলে, শোষণের আগুনে।


পার্টি অফিসে ভিড় বাড়ে
নেতাদের থলি ফুলে-ফেঁপে ওঠে
ভোট আসছে
দলবদলের হিসাব হয়
মৃত্যুর মিছিল বাড়ে


বিচারের বাণী নিভৃতে কাঁদে
চোখে জল কান্নার প্রতিধ্বনী নির্বাক নিথর
আমরা অসহায়!


ফ্যাসিবাদ দুর্বৃত্ত প্রতিহিংসায় দুর্বার।


কলকাতা
২৬,০৩,২২