শান্তাকে আজ আমি যেভাবে দেখি


সুধীর দাস


শান্তাকে আজ আমি যেভাবে দেখি
মুখ ভর্তি একরাশ দাড়ি ঠিক আছে ঠিকই


কিন্তু দুর্গন্ধময়।


কিন্তু তার শরীরে কোন কাপড় নেই
রাস্তার পাশে উলঙ্গ হয়ে সে শীতে কাতরাচ্ছে


প্রচন্ড কাশিতে তার বুক ধরফর করে উঠছে
রক্তাক্ত বুক
পেটে প্রচন্ড ক্ষুধা
পাঁজরের ভেতর থল থলে রক্তের দলা
চাপ চাপ কর্দমাক্ত কালো।


চোখ কোটরগত
প্রাণ বায়ু ক্ষীণ, মুমূর্ষ!


আজ আমি যীশুকে দেখি আঁতুর ঘরে
মায়ের শুকনো বুকে গণতন্ত্র চাটছে
পেছনে ওঁত পেতে বসে আছে
স্বৈরতন্ত্রের গ্রেনেট!


কলকাতা, ২৫শে ডিসেম্বর-২২