তোমার চোখের দৃষ্টিতে আমি অন্ধ হতে চাই


সুধীর দাস


চোখে তোমার রক্তে আনে স্নিগ্ধ আঁচের প্রত্যাশা
বুকের ভেতর শোনায় শুদ্ধতার পাঠ
চোখের কার্নিশ তোমার মদির উচ্চারণ
ভালোবাসা এবং ভালোবাসা।


আমার চোখের রঙ তোমার চাহনীর জলসে রক্ত প্রভাত
কখনো শ্রাবণের সন্ধ্যারঙ
ছায়াপথের সাঁতার কাটা নক্ষত্রফুল ধ্রুবতারা, শুকতারা,সুখতারা।


তোমার চোখেই বেঁচেছি জীবন বেভুল প্রাণের সুগন্ধী উত্তাপে,তন্দ্রাহারা পাগলপারা
সমুদ্রের থৈ থৈ উচ্চারণে সুশীতল জলে।


দুই জোড়া চোখ মিলে শরৎচন্দ্রের বিলাসী মৃত্যুঞ্জয় হয়ে যাই,কেউকেটা সমাজের রোষানলে।


তোমার চোখের ভেতর জ্বলে ভালোবাসার আগুন
কুয়াশার নিংড়ানো স্বচ্ছতার ঢেউ সুনিবিড় প্রতিচ্ছবি
তোমার চোখের ঝিলিকেরা একদিন আমাকে পুড়িয়ে অন্ধকার করে দিবে।


বস্তুত
তোমার চোখের আগুন খেলা দৃষ্টিতে
আমি চিরকাল অন্ধ হতে চাই।


কলকাতা,১৬ জানুয়ারি-২৩