তোমার জন্য


সুধীর দাস


তোমার জন্য কথার পাহাড়
তোমার জন্য ব্যথার পাহাড়
বুকের মধ্যে বাজে
তোমার জন্য আলো আশা
তোমার জন্য ভালোবাসা
সকাল বিকাল সাজে।


তোমার জন্য আলো রাশি
নক্ষত্র চাঁদ রাশি রাশি
ফুলের সুবাস গন্ধ
তোমার জন্য তারার মেলা
অভিমানের লীলাখেলা
আকাশ ভরা ছন্দ।


তোমার জন্য ছবি আঁকা
ফুলফসলে বেঁচে থাকা
গাঁথা মালা ফুলে
তোমার জন্য চোখের জলে
অপেক্ষায় রই পলে পলে
শূন্য নদীর কূলে।


তোমার জন্য কবিতা লিখি একলা একলা রই
তোমার জন্য চাঁদ তারাতে মনের কথা কই।


কলকাতা ৩০ অক্টোবর -২৩