টুকরো পদ্য


সুধীর দাস রূপম


এক


সুখের বর্গাচাষী জগৎজোড়া
দুঃখের বর্গাচাষী তো দূরের কথা
কেউ ভাগ বসাতেও চায় না।


দুই


ভালোবাসা যাকে পুড়িয়েছে প্রচুর
ব্যর্থতা তাকে কি পোড়াবে বলো?


তিন


দুঃখের জমিতে চাষ করি রোজ
ফসল ফলে না, মরুভূমি
ঘাম রক্ত ঝরে যায় প্রতিনিয়ত
খোঁজ নিলে না তো তুমি।


চার


নদীর তৃষ্ণা মেটে না সাগরের দিকে ধায়
চাঁদের জোছনা যতই আসুক বুকে
তবু আরও হৃদয় চায়।


পাঁচ


যতবার তোমাকে দেখি দেখতে চায় মন আরো
না দেখতে পেলেই যেন ভালোবাসা হয়ে যায় গাঢ়!


ছয়


কি নিষ্ঠুর তুমি একটুও আমাকে হৃদয়ে খোঁজো না
যুদ্ধ শুরু হল এটমবোম বোঝ ভালোবাসা বোঝ না!


সাত


বুকের ভেতর সিরিয়া উদ্বাস্তু প্যালেস্টাইন ফিলিস্তিন
বুকের মধ্যে বার্মার স্বৈরাচার দাঙ্গা বাঁচার আয়ুক্ষীণ।


আট


কবির হৃদয় সারা জীবন যে আগোছালো
আগোছালো জীবন বাসে কি কেউ ভালো?


নয়


ভালোবাসা মানে বিলাসী মৃত্যুঞ্জয় ভালোবাসা সর্বনাশ
ভালোবাসা মানে পার্বতীর প্রেম মৃত্যুর শব দেবদাস।


দশ


আমার অশ্রুধারা স্নানে তুমিহীন চিতা জ্বলে দুখে।
তুমি দিগন্ত আলোর রেখায় হাসি ফোটাও চিবুকে।


কলকাতা
৩০,০৩,২২