উড়ালে ভাসুক ভালোবাসার শ্বেত বলাকা


সুধীর দাস


ডাকছি
যদি ভয় পাও কাছে এসো না
আগ্নেয়গিরির জ্বালামুখ
পুড়ে যেতে পারো!


কিন্তু তুমিও ডাকছো
আমিও ভয় পাই
আমি আগ্নেয়গিরি হলেও
তুমি সূর্য বলয় তেজ
দূরে থাকি
যদি ভস্ম হয়ে যাই!


সেই ভালো দূরে থাকি দুজনে দুজন
মাঝখানে বয়ে যাক কাঁটাতার!
প্রজাপতি আসুক
উড়ালে ভাসুক ভালোবাসার শ্বেত বলাকা
স্পর্শসুখ থাকুক বিরহে।


কলকাতা
০২,১২,২১