সত্যকে সেই অপমান করে,
যে অসত্যে খুঁজে লাভের ঘরে।
মিথ্যার রঙে রাঙায় সে দিন,
ভবিষ্যতের পথে ফোটে না চিন।

সুখের মোহে সত্য সে ছাড়ে,
অন্যায়ের ছায়া বুকে ধারায়।
তবুও সত্য নিরবে হাসে,
পাঠ শেখায় শান্তির ভাষে।

ধোঁকায় ভরা মায়ার খেলা,
তুচ্ছ হয় সব, সময় গেলে।
অন্তরে যার নীতি নেই আর,
তার জয়ে নেই গর্বের অধিকার।

অসত্য যতই হোক মোহনীয়,
শেষে তা হয় ধ্বংসনীয়।
সত্যের দীপ্তি নিভে না কভু,
সে তো অনন্ত—চিরজাগরিত রভু।