পাহাড়ের বুক চিরে একটি নদী বয়ে যায়
তার দুপারেতে মানুষেরা আসে যায়
সুদীর্ঘ পথ পেরিয়েও ক্লান্তি নেই
বালি,পাথরের যোগানও দিচ্ছে সেই
ঢেউ খেলিয়ে বয়ে যাওয়া নদীর স্রোত যে অপার
মানুষের দল তোয়াক্কা ছাড়াই করছে পারাপার
প্রকৃতির সৃষ্টি তুমি নাম নেইকো জানা
তবে গতি তোমার রুখতে এলেই করবে তুমি হানা।