বিস্তর গরমিল, চিত্রগুপ্ত পড়েছেন চিন্তায়
মেদিনীর বুকে কারা ভন্ড কারা সাধু চেনা বড়ই দায়
কল্পনা পেল সত্যের আদল নব-প্রযুক্তির ঠেলায়
মানুষ ধীরে ধীরে কর্মহীন আজ নিজেরই খেলায়
পাহাড়-পর্বত-নদী-নালা বাদ নেই কোথাও
কংক্রিটের স্তূপ আর মানুষের গিজগিজ সঙ্গে দূষণের ছাতাও
প্রকৃতির করাল গ্রাস যতই সচেতনবানী দিক
তারই বলে বলীয়ান হয়ে মানব আজ ধ্বংসলীলার শরীক
পরমাণু যুদ্ধ অথবা মিসাইল নিক্ষেপ সবই আধুনিকতার ছাপে গর্বিত
দাম্ভিক রাশিয়া-আমেরিকা বা তাদের সমতুল্যরা কি বোঝে না এ কাজ গর্হিত
তান্ডব যদি প্রকৃতির হয় শুরু, মানুষ আজও ঈশ্বর-আল্লা-যীশুর পদতলে
প্রকৃতিসৃষ্ট মানবের এ স্বেচ্ছামৃত্যুবরণ অচিরেই তাদের করবে নিঃশেষ এক ছোবলে।