আসছি আমি, যাচ্ছি আমি, খেলছি আমি ভাই
পরের বারের নির্বাচনে যেন আবার গদি পাই
বেশি বললে জান তো কি করব?, যা ইচ্ছে তাই
আর পথের কাঁটা হয়ে গেলে তা আগেভাগেই সরাই


আসছি আমি, যাচ্ছি আমি, খেলছি আমি ভাই
আমার হাতের তালুতে চরকি নাচন নাচছে সবাই
ভুল যদি হয়, তা ঢাকা দিতে পার তো ভাল, নইলে কড়কে দেব ভাই
মানুষ আমি বেদম ভাল, চারপাশের সব খবর রাখি, সব শুনতে পাই


আসছি আমি, যাচ্ছি আমি, খেলছি আমি ভাই
কাজ করি আর না করি সব বকলমেতে তোলা চাই
কাজ ছোট বড় হয় নাকো, তাই রাস্তায় দোকান দাও সবাই
পরীক্ষার ফল যাই হোক, আমার কথাই শেষ হওয়া চাই


আসছি আমি, যাচ্ছি আমি, খেলছি আমি ভাই
একবার যখন মাথায় তুলেছ, ছাড়ছি না আর ভাই
ঘরের মানুষ করে ঘরে এনেছ, ঘরের বাইরে তোমাকে আগে পাঠাই
তারপর যা কিছু বাকি আছে সব, উন্নয়ন - টুন্নয়ন, ওসব যা হবার তা দেখতে পাবে সবাই


এসেছি আমি, খেলব আমি, আর যেতে নাহি চাই
থাকছি আমি, লুটছি আমি, দেখি কে আটকাস ভাই ।