ধীরে ধীরে বেড়ে উঠেছি প্রকৃতির লীলাখেলায়,
মানুষের অবহেলায়, অযত্নে এক ছোট্টকোণে।
উপদ্রবও হয়নি কম, একটু বড় হলেই
লোকেরা ছিঁড়েছে আমার পাতা, ভেঙ্গেছে আমার ডাল,
তবু আটকাতে পারেনি আমার বেড়ে ওঠার গতি
বেড়ে উঠেছি এই মুক্ত প্রকৃতিরই অঙ্গনে।