ইচ্ছে যদি থাকল তবুও লুকিয়ে রইল কোথা
আমরা গরীব, ওসব ইচ্ছে মিলবে বড়বাবুদের ঘরের হেথা- হোথা
আমার ইচ্ছে বলি হয়ে গেছে, তাই বলে আমার ছেলেটার ইচ্ছে করতে নেই
গরীব হয়েছি বলে কি স্বপ্নগুলোও সাদা কালো দেখব, রঙিন কিছু ভাবতে নেই
বেরং আমার ইচ্ছের দুনিয়া, বিছানা জুটেছে তাতে পাতা ছেঁড়া কাঁথা, নিচে ভাঙা খাট
বড়লোকের ছেলে পড়ার পাঠ হাফপ্যান্টে চুকিয়ে দিব্যি চালাচ্ছে রাজপাট
নতুন বই কিনতে নারি ছেলের, জুটছে খাবার একবেলা
মালিকের কাছে ধার চাইতে গেলে বলে -"আজ নয়, জানিস না এখন শনিবারের বারবেলা।"
সাইকেল চাইলে বাপ বলত- "ওসব তোদের কি কাজে লাগবে, হেঁটে যাবি, আমার পয়সা নাই।"
মা কেঁদে কেঁদে বলত - "ওসব বলিস নে, এটা চাই, ওটা চাই।"
বুঝি এখন - গরীব তোমাদের ইচ্ছে করতে নেই
তোমার ইচ্ছে সব কেনা হয়ে গেছে, খুঁজেও মিলবে না খেই
জীবনের আজ অবধি যা কিছু ইচ্ছে ছিল, সব একে একে ঝাঁপ টেনে নেয়
অথবা কানা গলিঘুঁজি বেয়ে দিশা হারিয়ে চুপিচুপি নিজেদের গলা টিপে দেয়।