দিনের আলো পেরিয়েই তো প্রতিটা  রাত আসে,
প্রদীপের আলোর নীচেই যে বসে অন্ধকার হাসে ।
কাঁটা গায়ে নিজেরই তার, সেই তো প্রেমিকার হাতের গোলাপ;
জীবনের অচেনা ছকে এসবই মধুর মিলাপ ।
আগুনের দিকেই ছুটতে চায় পতঙ্গ,
নানা অছিলায় ডাকে মৃত্যু ভেঙ্গে জীবনের রঙ্গ ।
কল্পনার দুনিয়ায় দেখেছি যে দেশ,
মহাকাশ কি শুধু, মঙ্গলেও পাড়ি দিচ্ছি বেশ।
ভাবলে তবেই তো পাবে, না চাইলে কেমনে হবে ;
কেষ্ট মিলবে কষ্ট পেলেই, হবে, সবই সম্ভব হবে।