এন্তার প্রতিশ্রুতি রহিল কেবলমাত্র ফলকে
বিদ্যার্থীরা বয়কট- কামী চাকুরীপ্রার্থী রূপে অদ্য সম্প্রচারের ঝলকে
কস্মিনকালেও চিন্তারহিত ছিল এহেন দৈন্যদশা
অর্থের কুটিল ভ্রুকুটিতে জলাঞ্জলি গিয়াছে সর্ব আশা ভরসা
চাকুরী কিঞ্চিৎ যতটুকু বাঁচিয়া ছিল তাহাও চলিয়া যাইতেছে
তথাপি অদ্য নতুবা কল্য যাইবে উহা লইয়াই চর্চা চলিতেছে
মানদণ্ড ঝুঁকিয়া গিয়াছে, যত্রতত্র নিলাম চলিতেছে শিক্ষার, বিদ্যার দেবী করিতেছেন হায় হায়, শিক্ষিতের মেরুদণ্ড হইয়াছে শীর্ণকায়
শিক্ষা তুমি কোথাও অদ্য বিরাজমান কিনা বোধগম্য নয় তবে অশিক্ষার দুর্ভেদ্য প্রাচীর হইয়াছে অতিকায়।