দিয়েছিনু তোরে মোর জীবনের বেশ কিছুটা
চিনলি না তুই আমারে শেষবেলায় একফোঁটা
বেইমানী করলি শেষে আমার সাথে, তবে কি আমার শেখার ছিল আরও কিছু ?  
হয়তো মনের কোনও কোনে, বাকি রয়ে গেল আক্ষেপ বেশ কিছু
স্বভাবে খারাপ না হয়েও, ঠকানোর কোনও কারণ না পেয়ে
তবে কেমনে এতকাল আপন থেকেও দেখলিনা এইবেলা ফিরে চেয়ে
শুরুর বেলা মোরা একসাথে কত খেলা যে খেলেছি
এখন মনে হয় সবই ভুল, সবই মিথ্যে মিথ্যে করেছি
তিরিশটা হেমন্ত গেল, আর এই হেমন্তের বেলা
কেন তড়িঘড়ি চলে গেলি, মোরে ছেড়ে একলা
দেখা হবে চিরসখা ওই জগতের সীমানায়
যেদিন মেলে পাখা উড়ে যাব তোর আঙিনায়
শেষবেলা মোর কালঘুম কেন ভাঙালি না ?, চলে গেলি
ফেলে রেখে সব স্মৃতি, মরণের সাগর একা একা পার হলি
ভুল ভাবিস না বন্ধু, প্রথমদিকের মারামারি
মাঝের আড়ি, আবার সন্ধি, তারপর ফের ছাড়াছাড়ি
তুই ছাড়া বড় অগোছালো এই ভুবনের পথ
দেখা করতে আসিস বন্ধু, নিয়ে যাব আমি রথ।