সুদিন আর কবে আসবি ভাই
তোকে ছাড়া কোথাও নাই যে ঠাঁই


শিক্ষিত বেকার চাকরি খুঁজে বেড়ায়
ওদিকে অশিক্ষিত জন-সেবক থুড়ি নেতা দিব্যি পয়সা ছড়ায়


পেটে ভাতে রাখার ব্যবস্থা ভালোই রয়েছে
নানান প্রকল্পের শিলান্যাসের পাথর খসে পড়েছে


মুখ খোলার শাস্তি জেনে নেওয়া ভালো
নয়তো এমনিতেই অন্ধকার জীবন হয়ে যাবে মিশকালো


ব্যানারের মুখ আলো করে যারা রয়েছে
প্রদীপ নিভিয়ে তারাই আবার আঁধার ডেকেছে


দেওয়ালে পিঠ ঠেকা চুপচাপ জনতা
রবি-ঠাকুর, বিদ্রোহী নজরুলের গর্বের বাংলায় বেঁচে শুধুই জড়তা


বেশি বললে খবর আছে, তবু যারা পাগলা কবির দল
পারি না সবসময় মনের দরজায় তুলে দিতে শিকল  


তাই বলি ভাই, আমাদের পাঠ্যপুস্তকের ' সোনার বাংলা ' আজ শীতঘুমে
আর তাকে নিয়ে খেলছে যারা, চেয়ে দেখো, তারা সব এসিরুমে।